Bindubasini Govt. Boy's High School
Kazi Nazrul Sarani, Nirala More, Tangail, Bangladesh
ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলি :
- www.bbgovthighschool.edu ওয়েবসাইটে অনলাইন (Online) ভর্তির আবেদন ০১-১১-২০২৫ হতে ৩০-১১-২০২৫ তারিখ পর্যন্ত করা যাবে।
- আবেদনকারীর জন্ম নিবন্ধন অনুযায়ী ০১-০১-২০২৬ ইং তারিখে ন্যূনতম বয়স ০৫ থেকে ০৭ বছর হতে হবে।
- সাক্ষাৎকারের সময় ০৬-১২-২০২৫ তারিখে আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে।
- সাক্ষাৎকারের সময় জন্ম নিবন্ধনের মূল কপি দেখাতে হবে।
- ফরমের মূল্য Bkash, Rocket, Visa, Master Card, Amex, DBBL Nexus, Tap, Upay, SureCash, etc. এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
- কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আপনার নাম, কার্ড নম্বর,মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, পিন নাম্বার, ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
আবেদন ফর্মের মূল্য তালিকা :
| বিবরণ |
টাকা |
| ফরমের মূল্য |
300/- |
| ব্যাংক চার্জ |
30/- |
| সর্বমোট |
330/- |
- পেমেন্ট সম্পন্ন হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে।
- সফলভাবে পূরণকৃত আবেদনের প্রবেশপত্র তাৎক্ষণিক ডাউনলোড করা যাবে। এছাড়াও পরবর্তীতে প্রয়োজনীয় ক্ষেত্রে ডাউনলোড করা যাবে।
- অনলাইনে আবেদন সংক্রান্ত সহযোগিতার যোগাযোগ করুন : 01716016882।
- কোনরূপ অসম্পূর্ণ/মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।
বি: দ্র: সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ধরণের সুপারিশ ভর্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।